এবার কি রদ্রিকে হারাতে পারবেন ভিনিসিউস?
ব্যালন ডি'অর বিতর্ক পুরোপুরি থিতিয়ে যায়নি এখনও। ফ্রেঞ্চ ফুটবলের দেয়া ফুটবল দুনিয়ার সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার এ বছর ভিনিসিউসের হাতে না ওঠাকে অনেকেই কেলেঙ্কারি হিসেবেই আখ্যায়িত করেছেন। ম্যানচেস্টার সিটির রদ্রিগো হার্নান্দেজও যোগ্য হিসেবেই ব্যালন ডি'অর জিতেছেন বলে মত দিয়েছেন অনেকেই। এই বিতর্কের মাঝেই ফিফা এবার ঘোষণা করতে যাচ্ছে বর্ষসেরা ফুটবলারের নাম।
কাতারের দোহার অ্যাস্পায়ার একাডেমিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বসছে ফিফার 'দ্য বেস্ট ২০২৪' এর আসর। এই অনুষ্ঠানেই ঘোষণা করা হবে ছেলে ও মেয়েদের ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের নাম। ব্যালন ডি'অর কাণ্ডের পর আজ 'দ্য বেস্ট ২০২৪' এর দিকে নজর সবার। ব্যালন ডি'অরের মতো এই পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় আছেন ভিনিসিউস জুনিয়র এবং রদ্রি।
গত অক্টোবরে বিস্ময় উপহার দিয়ে ব্যালন ডি'অর জিতেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। পুরস্কার ঘোষণার কিছুদিন আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ভিনিসিউস জুনিয়রকে ফেবারিট ধরা হলেও শেষ পর্যন্ত পুরকার জেতেননি তিনি। আগেভাগে এই খবর জানোট পেরে রিয়াল মাদ্রিদ ব্যালন ডি'অরের অনুষ্ঠান বয়কট করে। সে সময় ফ্রেঞ্চ ফুটবলকেও এক হাত নেয় ভিনিসিউসের ক্লাব।
ফিফা দ্য বেস্টেও ভিনিসিউসকেই ফেবারিট ধরা হচ্ছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিনিসিউসের দ্য বেস্ট জেতার বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। পুরস্কার নিতে রিয়াল মাদ্রিদের বহর নিয়ে এরই মধ্যে দোহায় পৌঁছেছে। 'দ্য বেস্ট ২০২৪' গ্রহণ করেই আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে পাচুকার বিরুদ্ধে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলতে নামবেন তিনি।
ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড়ের জন্য ভিনিসিউস ও রদ্রি ছাড়াও আরও মনোনয়ন পেয়েছেন রিয়ালের আরও পাঁচ খেলোয়াড় দানি কার্ভাহাল, ফেদে ভালভার্দে, জুড বেলিংহ্যাম, টনি ক্রুস এবং কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও ম্যানসিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড, ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, বেয়ার লেভারকুসেনের জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান রিটজ এবং বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালও মনোনয়ন পেয়েছেন।
মেয়েদের বিভাগে মনোনয়ন পেয়েছেন টানা দুইবার ব্যালন ডি'অরজয়ী বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। তার হাতেই এবারের দ্য বেস্ট উঠতে যাচ্ছে বলে অধিকাংশের ধারনা।
বর্ষসেরা ফুটবলার ছাড়াও ছেলে ও মেয়েদের বর্ষসেরা গোলরক্ষক বর্ষসেরা গোলরক্ষক, বর্ষসেরা কোচেরও পুরস্কার দেয়া হবে। বছরের সেরা গোলের জন্য ছেলেদের পুসকাস এবং মেয়েদের মার্তা অ্যাওয়ার্ডও ঘোষণা করা হবে আজই।
কোন মন্তব্য নেই