সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে গোসল করতে যেয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আফসানা পারভীনের (১০) করুন মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের রানিতলা গ্রামে। নিহত আফসানা পারভিন রানিতলা গ্রামের মৃত মোস্তাক আহমেদের মেয়ে।
শিক্ষার্থী আফসানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন মেয়েটি মৃগী রোগে আক্রান্ত ছিল। এ বিষয়ে তার পরিবারের কোন সন্দেহ না থাকায় জানাজা নামাজ শেষে পারিবারিক ভাবে তাকে দাফন করা হয়।
কোন মন্তব্য নেই