শিরোনাম

সাতক্ষীরার কালিগঞ্জে নানা কর্মসূচি পালনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন

 


সাতক্ষীরা প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ


সাতক্ষীরার কালিগঞ্জে দিনব্যাপী কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমচর প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকাল ৮টায় সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা, লেডিস হ্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন, রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাব, রোকেয়া মনসুর মহিলা কলেজ, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকার সাড়ে ৮টায় সরকারি কবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৯টায় বিজয় মেলার উদ্বোধন করা হয়।

এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা এবং আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক আমির সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ছাত্র সমন্বয়ক আমীর হামজা প্রমুখ। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের অর্থ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানূর রহমান। মহান বিজয় দিবসে রোকেয়া মনসুর মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায় এর সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি নির্দেশনা মোতাবেক বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

কোন মন্তব্য নেই