জয়পুরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী Chief TV News
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপনের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন করে সংগঠনটি। এর মধ্যে ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচি।
কোন মন্তব্য নেই