পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে Chief TV News
রাজধানীর পুরানা পল্টনে ৪ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, পুরানা পল্টনের ৪ তলা ভবনের ২য় তলায় একটি ‘ল’ চেম্বারে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে দশটার দিকে নিয়ন্ত্রণে এসেছে পুরোপুরি নির্বাপণ হতে আরও কিছুটা সময় লাগতে পারে তবে আহত বা নিহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ এখনও জানা যায় নি উল্লেখ করে তিনি আরও বলেন, এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন ভবনটিতে ২-১টি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া তেমন কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না ভবনটির দ্বিতীয় তলায় বেশ কয়েকটি `ল’ চেম্বার থাকায় তাদের গুরত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউস নামের ৪ তলা একটি ভবনের ২য় তলায় একটি ‘ল’ চেম্বারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট।
পরে সকাল পৌনে ১০টার দিকে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর সকাল ১০টায় যোগ দেয় আরও ১ টি ইউনিট।
তবে প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
কোন মন্তব্য নেই