শেরপুরে ভুট্টা খেত থেকে বাকপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার Chief TV News
শাওন আহাম্মেদ শ্রীবরদী শেরপুর প্রতিনিধি:
শেরপুরের প্রত্যন্ত পল্লীতে একটি ভুট্টা খেত থেকে সাদিয়া (১৪) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ জানুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তীরচর এলাকা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সাদিয়া পার্শ্ববর্তী সাহাব্দীরচর দশানীপাড় এলাকার হতদরিদ্র জমাদার ও মারুফা দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাত থেকে বাক প্রতিবন্ধী কিশোরী সাদিয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরদিন সোমবার দুপুরে সদর উপজেলার প্রত্যন্ত এলাকা পয়স্তীরচরের একটি ভুট্টা ক্ষেতের পাশে সাদিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশে খবর দেয় স্থানীয় কৃষি শ্রমিকরা। খবর পেয়ে সাদিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিন হাসান সোমবার বিকেলে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। একইসাথে ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোন মন্তব্য নেই