কালিগঞ্জের কৃষ্ণনগর বন্ধন হসপিটালের শুভ উদ্বোধন Chief TV News
এস এম তাজুল হাসান সাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সেবা নিন" সুস্থ থাকুন" এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বন্ধন হসপিটালের জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
২৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টা হতে কিষান মজদুর ইউনাইটেড একাডেমিক মাঠে, বন্ধন হসপিটালের পরিচালক আলমগীর কবির এর সভাপতিত্বে ও হাফিজুর রহমান শিমুল ও আবু আলম তরফদারের সঞ্চালনায়
উক্ত আলোচনা সভা শেষে বন্ধন হসপিটাল চত্বরে মাও:সিদ্দিকুল হাসানের মোনাজাতের মধ্যে দিয়ে ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। পরবর্তীতে হাসপাটালের বিভিন্ন স্থান পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
কোন মন্তব্য নেই