কালিগঞ্জে জমি-জমা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ২০ জন আহাত - Chief TV News
এস এম তাজুল হাসান সাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে চলাচলের পথ নিয়ে সংঘর্ষে ২ পক্ষের ২০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে ভর্তি করেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে উভয় পক্ষ জানিয়েছে।
২৫ জানুয়ারি শনিবার ভোর ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে ইয়াকুব গাজী ও একই গ্রামের মাহবুবুর রহমান গাজী গংদের মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে গুরুতর আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে ইয়াকুব গংদের মানপুর গ্রামের আব্দুল খালেক গাজীর ছেলে ইয়াকুব আলী (৫৩) ইয়াকুব আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮), মৃত ছদর গাজীর ছেলে আব্দুল করিম গাজী (৬৫), ইয়াকুব আলীর ছেলে শামীম হোসেন মুন্না (২৪), ফজলু গাজী ছেলে জুলফিকার (২৮) আল মামুন হোসেন (২৪), নুর হক মোড়লের ছেলে হাসানুজ্জামান বাবু (২৪), জলিল গাজীর স্ত্রী রেহানা খাতুন (৩৫) এবং অপরপক্ষ মাহবুব গংদের গুরুতর আহত হয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মানপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মেহেদী হাসান (২৪), মৃত বেলায়েত গাজীর পুত্র নজরুল ইসলাম (৪৫) ,তার ভাই শফিকুল ইসলাম (৫০), মৃত ইসহাক আলীর পুত্র আব্দুর রাজ্জাক (৭৫), মৃত বেলায়েত গাজীর পুত্র সিরাজুল ইসলাম (৫৫) , আব্দুল হকের স্ত্রী শাকিলা বেগম( ৩৫), শফিকুল ইসলামের পুত্র জয়নগর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র রিফাত হোসেন, আব্দুল বারী গাজীর পুত্র গোলাম মোস্তফা (৪০)।
অপর পক্ষ মাববুব গংদের হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম জানান তাদের সঙ্গে একই গ্রামের ইয়াকুব গংদের সঙ্গে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । উক্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার ভোরে তারা যাতায়াতের পথ বন্ধ করে দেয় । পথ বন্ধ করার প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে ইয়াকুব আলীর গংরা ৬/৭ জনের একটি গ্রুপ হাতে অতর্কিতভাবে আক্রমণ করে কুপিয়ে, পিটিয়ে রক্তাক্ত জখম করে । গ্রামবাসী তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে কালিগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
কোন মন্তব্য নেই