বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ আত্মশুদ্ধিমূলক বিশেষ কর্মী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।- Chief TV News
মোহাম্মদ রুস্তম আলী কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন কিশোরগঞ্জ (পশ্চিম) জেলার সাংগঠনিক কার্যক্রম জোড়দার করার লক্ষ্যে বিশেষ কর্মী সম্মেলন ও মতবিনিময় সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ খরমপট্টি, প্রেস ক্লাব হল রুমে, বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন কিশোরগঞ্জ (পশ্চিম) জেলার সাংগঠনিক কার্যক্রম জোড়দার করার লক্ষ্যে বিশেষ কর্মী সম্মেলন ও মতবিনিময় সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ কিশোরগঞ্জ (পশ্চিম) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, আলহাজ্ব হযরত মাওঃ মাসউদ আলম এর সভাপতিত্বে ও বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ কিশোরগঞ্জ (পশ্চিম) জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ।
হযরত মাওঃ মোঃ নাজমুল কবীরের সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় আমির, বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ ও প্রিন্সিপাল সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার, আল্লামা আলহাজ্ব হযরত মাওঃ মুঃ মাহমুদুর রহমান পীর সাহেব ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহাসচিব (ভারপ্রাপ্ত), বাংলাদেশ তা'লীমে মিয়নুল্লাহ, কেন্দ্রীয় কমিটি ও খলিফা, সোনাকান্দা দরবার পরীক্ষ, হযরত মাওঃ ছফিউল্লাহ সাহেব,ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক, বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ ও খলিফা,সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ এর আলহাজ্ব হযরত মাওঃ আবু বকর সিদ্দিক রহমানী সাহেব।
আরজগুজার: বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ কিশোরগঞ্জ (পশ্চিম) জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান।
অংশগ্রহণে : বাংলাদেশ তা'লীমে হিবুল্লাহর তৃনমূল পর্যায় থেকে জেলার নেতৃবৃন্দ।
বাস্তবায়ণে : বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ কিশোরগঞ্জ (পশ্চিম) জেলা শাখার কিশোরগঞ্জ।
সহযোগিতায়: সাংগঠনিক পরিষদ, বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ কিশোরগঞ্জ, জেলা শাখা, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই