শাহজাদপুরে ইমাম ও ওলামা সম্মেলন আনুষ্ঠিত। Chief TV News
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শাহজাদপুর থানা শাখা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইমাম ও ওলামা সম্মেলন আনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এই সম্মেলন আনুষ্ঠিত হয়।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর ওলামা মাশায়েখ পরিষদএর সভাপতি মুফতি ইসমাইল হোসেন সিরাজী।
উক্ত সম্মেলন আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বগুড়া জামিল মাদ্রাসার সহকারী পরিচালক, হযরত মাওঃ আব্দুল হক আজাদ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুর মাদ্রাসা মুহতামিম মুফতি আব্দুর রউফ সাহেব, বাঘাবাড়ি মাদ্রাসা মুহতামিম মুফতি আনোয়ারুল্লাহ কাসেমী সাহেব, জনপ্রিয় বক্তা,মাওলানা মোতালেবুর রহমান সাইফীসহ দেশ বরণ্য ওলামা কেরামগন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ আলোচনা পেশ করেন।
উক্ত সমাবেশ স্থলে শাহজাদপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মুসুল্লিগন এসে জড়ো হন।
এ সময় সম্মেলন অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের ও আহতদের জন্য দোয়া করা হয়।
কোন মন্তব্য নেই