ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ আজ তারিখঃ ২০ ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার - Chief TV News
মাহাবুল ইসলাম পরাগ ফুলপুর ময়মনসিংহ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও চর অঞ্চলের স্বাস্থ্য সেবক উন্নয়নের জন্য তিনটি ইউনিয়ন পরানগঞ্জ, বোরোরচর, সিরতা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইউনিটি কাউন্সিল কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্যবস্থাপনা, ফ্রি ওষুধ বিতরণ অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "প্রাকৃতিক ঔষধের সেবা নিন, থাকুন” উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন জনাব, মোহাম্মদ আব্দুর রশীদ সহকারী পরিচালক, জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন, ময়মনসিংহ। বিশেষ মেহমান: আলহাজ্ব হাকীম মোঃ আবদুর ব্যবস্থাপনা পরিচালক, রাসনা ফার্মাসিটিখাল নি, (ইউনানী) বিশেষ অতিথি: এ বি এম সিরাজুল হক সাজিদ, বেঙ্গল লাবরেটরিজ, ময়মনসিংহ। কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি। জনাব মোঃ আবদুর রশীদ ব্যবস্থাপনা পরিচালক, জিনিয়াল ল্যাবরটরিজ (ইউনানী) লি.। বিশেষ অতিথি: হাকীম আব্দুল আউয়াল সিনিয়র, প্রভাষক শেখ মোঃ ইব্রাহিম খলিল মাজমপাড়া, ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষ অতিথি: ডক্টর আব্দুল মালেক ফরাজী, আহ্বায়ক, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য বিশেষ অতিথি: হাকীম হাফেজ মোঃ নিয়ামতউল্লাহ দিদার প্রভাষক শেখ মোঃ ইব্রাহিম খলিল মাজমপাড়া, ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষ আভিথি: ডাঃ মোঃ তবিবর রহমান,বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইউনিটি কাউন্সিল বিশেষ অতিথিঃ মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্ত, অফিস প্রধান, ময়মনসিংহ, সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ। বিশেষ অতিথি: ডাঃ আঞ্জুম ফছি উদ্দিন সরকার সহ-সভাপতি, বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটি, গাজীপুর জেলা। বিশেষ অতিথি: হাকীম এস.এম শামীম,বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইউনিটি কাউন্সিল । সভাপতিত্ব করবেন ডাঃ হাকীম মোঃ আবুল কাশেম আজাদ সভাপতি, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি, গাজীপুর জেলা। বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইউনিটি কাউন্সিল সার্বিক সহযোগিতায় তারিখঃ ২০,২১ শে ফেব্রুয়ারি ২০২৫ ইং। রোজঃ বৃহস্পতি ও শুক্রবার। স্থানঃ সেবা মেডিকেল হল, পরাণগঞ্জ বাজার, সদর, ময়মনসিংহ। অনুষ্ঠানে সেবা প্রদানকারী ডাক্তারদের নামের তালিকাঃ ১। ডাঃ হাকীম মোঃ আবুল কাশেম আজাদ ২। ডাঃ আনজুম ফসিউদ্দিন সরকার ৩। হাকীম ইদ্রিস আলী ৪। হাকীম নাজিম উদ্দিন ৫। হাকীম এস এম শামীম ৬। হাকীম তানজিমুল ইসলাম তুহিন ৭। ডাঃ মোঃ তবিবর রহমান ৮। হাকীম সাজ্জাদুল হোসাইন শুভ ৯। হাকীম ইকবাল হোসেন ১০। হাকীম মাসুম বিল্লাহ ১১। হাকীম আরিফুল ইসলাম ১২। হাকীম মাহবুবা আক্তার তৃপ্তি ১৩। হাকীম তারেক রহমান
কোন মন্তব্য নেই