শিরোনাম

নিদিষ্ট হাটবাজার ছাড়া কোন কৃষক ও ব‍্যবসায়ীরা খাজনা দিবেন না- আবুল বাশার - Chief TV News

 



(বগুড়া) প্রতিনিধি


বগুড়ার শাজাহানপুর উপজেলা পর্যায়ের প্রান্তিক কৃষক যারা জমি থেকে আলু তুলে সাথে সাথে জমি থেকেই বিক্রি করে থাকেন আপনারা কেউ সেখানে খাজনা দিবেন না। এমনকি যেসব বব‍্যবসায়ী ভাইয়েরা সরাসরি কৃষকদের জমি থেকে ক্রয় করা আলু সহ অন‍্যান‍্য সবজির কোনো খাজনা দিবেন না। কেবলমাত্র হাট বাজারে যেসব সবজি বিক্রি করা হয় সেখানে সরকারি নিয়মকানুন মেনে খাজনা দিবেন। অন্য কোনো স্থানে কেউ খাজনা নিতে গেলে আপনারা জড়ালো প্রতিবাদ করবেন। এছাড়াও এখানে যারা ব‍্যবসায়ী আছেন আপনারাও লক্ষ্য রাখবেন কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নয়মাইল বন্দরে বগুড়া আলু ব্যবসায়ী এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলার সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার। অনুষ্ঠানে বগুড়া জেলা আলু ব্যবসায়ী এসোসিয়েশন সভাপতি শাহাদাৎ হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম,শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, অগ্রণী ব্যাংক নয়মাইল হাট শাখার ম্যানেজার সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী বাদশা সরকার, আমিনুল ইসলাম জোয়ারদার প্রমুখ। এসময় হাট ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় ও হিমাগারে ভাড়া বৃদ্ধি প্রতিবাদে প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ী মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ কিচক ব্যবসায়ী মোস্তফা,হেলাল হাজী, নন্দীগ্রামের ব্যবসায়ী তাজনুর রহমান, শাজাহানপুরে ব্যবসায়ী সুলতান, দাড়িগাছা তোতা মেম্বার, নুরুন্নবী প্রমুখ। সভায় আলু ব্যবসায়ীরা বক্তব্য বলেন,এমনিতে আলুর দাম কম, তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি করায় ক্ষুদ্র আলু ব্যবাসায়ীদের সংকটে পড়বে। এতে প্রান্তিক চাষিরাও ক্ষতির মুখে পড়বেন, যার প্রভাব অর্থনীতিতে পড়বে। আলু ব্যবসায়ী তোতা মিয়া বলছেন, এ বছর আলু উৎপাদনে খরচ বেড়েছে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে আবাদ করতে গিয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। এদিকে বার্ষিক সাধারণ সভা শেষে ৬২০ জন সদস্যদের সর্ব সম্মতিক্রমে স্থানীয় হাট ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় ও হিমাগারে ভাড়া বৃদ্ধি প্রতিবাদে আগামীকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিবেন জেলা আলু ব্যবসায়ী এসোসিয়েশন।

কোন মন্তব্য নেই