শিরোনাম

সোনারগাঁয়ে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত - Chief TV News

 


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু টুটুল ও হাবিব নিহত হয়েছেন। 

গতকাল বুধবার রাত ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে। তিনি একজন ব্যবসায়ী এবং নিহত হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে। তিনি ফিনল্যান্ড প্রবাসী। 

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে সোনারগাঁয়ে বেড়াতে আসেন। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নিত যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা দুই বন্ধুর মধ্যে হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি।

কোন মন্তব্য নেই