শিরোনাম

নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়েতে সড়ক দুর্ঘটনা - Chief TV News

 



নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে সড়কের শ্যামগঞ্জ এলাকায় সিএনজি, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শ্যামগঞ্জ হাইওয়ের জমজম তেলের পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মোটরসাইকেল চালক মো. আবুল কালাম (বগীরপাড়া, তারাকান্দা, ময়মনসিংহ), আলী হোসেন (পিতা: আব্দুল আলী, গ্রাম: জিগাতলা, কমলাকান্দা, নেত্রকোনা) এবং মোছা. জুলফা (পিতা: আলী হোসেন, গ্রাম: জিগাতলা, কমলাকান্দা, নেত্রকোনা)। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নান্নু খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।


কোন মন্তব্য নেই