ভূমি নিবন্ধনে করহার কমানো হবে : এনবিআর চেয়ারম্যান - Chief TV News
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, ভূমি নিবন্ধনে দরদামের মিথ্যা তথ্য দূর করতে প্রয়োজনে করহার কমানো হবে।
মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আবদুর রহমান বলেন, ভূমি নিবন্ধনে দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতার দেয়া মিথ্যা তথ্য দূর করতে প্রয়োজনে করহার অনেক কমানো হবে।
এছাড়া বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি কোম্পানিগুলো কর ফাঁকি দিচ্ছে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
কোন মন্তব্য নেই