গুলশানে মিলেছে টিউলিপের ফ্লাটের সন্ধান - Chief TV News
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের রাজধানীর গুলশানে ফ্লাটের সন্ধান পেয়েছে দুদক গুলশান-২ এর ৭১ নম্বর রোডে অবস্থিত ফ্ল্যাটটির তথ্য গোপন করতে নানা ছলচাতুরীর আশ্রয় নেয়ার অভিযোগও উঠেছে।
সোমবার (১০ মার্চ) রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬ মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।
দুদক জানিয়েছে, ইস্টার্ন হাউজিং থেকে বিনামূল্যে ফ্ল্যাটটি ২০১৫ সাল পর্যন্ত আয়কর নথিতে প্রদর্শন করেন টিউলিপ। পরবর্তীতে ফ্ল্যাটের তথ্য গোপন করেন আয়কর নথিতে। ছলচাতুরীর মাধ্যমে ভুয়া নোটারি রেজিস্ট্রেশন মূল্যে ছোট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তর করেন ফ্ল্যাটটি তিনি।
৫ আগস্ট-পটপরিবর্তনের পর প্রথমবারের মতো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ শেখ পরিবারের ৭ সদস্য। পূর্বাচলে অবৈধভাবে প্লট গ্রহণ করায় ৬ মামলায় সংশ্লিষ্ট ২৩ জনকে আসামি করে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটি বলছে, শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পর শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গত জানুয়ারিতে শেখ হাসিনা ও তার বোন রেহানা এবং তাদের সন্তানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। প্রায় দুই মাসের তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চার্জশিটের অনুমোদন দেয় দুদক। যেখানে প্লট বারদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুকুমের আসামি করা হয়েছে ব্রিটিশ এমপি টিউলিপকেও।
কোন মন্তব্য নেই